Print

Rupantor Protidin

ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৪ , ৬:২৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীলীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকুক, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। একবিন্দু ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ কথা জানান। সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে উপদেষ্টা উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে সকালে ঢাকায় ফিরে আসেন।

আগুনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।

তিনি বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ক্ষয়-ক্ষতি নিরূপণ ও আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।