Print

Rupantor Protidin

ফায়ারফাইটার নয়ন নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৪ , ৫:৫৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ

Sheikh Kiron

গতকাল রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের সময় ট্রাক চাপায় ফায়ারফাইটার সোহানুর জামান নয়নের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ঘাতক ট্রাক চালক ও হেলপারকে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শাহবাগ থানায় মামলা দায়ের করেন বংশাল ফায়ার স্টেশনের মো. রুহুল আমিন মোল্লা। মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগলে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে একটি টিম নিয়ে অগ্নি নির্বাপণ শুরু করে। এ সময় সচিবালয়ের মেইন গেটের সামনে ডেলিভারি হোজ নিয়ে রাস্তা পার হিচ্ছিলেন ফাইয়ার ফাইটার নয়ন। এমন সময় গুলিস্তান থেকে কারওয়ান বাজারগামী একটি ট্রাক তাকে দ্রুত গতিতে চাপা দিলে গুরুতর আহত হন নয়ন।

তাৎক্ষণিক নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আজ দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর প্রাঙ্গণে সোহানুর জামান নয়নের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল অংশগ্রহণ করেন।