Print

Rupantor Protidin

পাইকগাছায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক-১

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২৪ , ৭:৪৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছা থানা পুলিশের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত’কে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বুধবার সকাল নয় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাবীবনগর মোড় নামক স্থান থেকে এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দরগামহল গ্রামের মৃত শেখ আনছার আলীর ছেলে শেখ আঃ কুদ্দুস (৫০) কে ২০০৯ সালের (জিআর) মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সহ চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ মাস সাজা হওয়ায় আটক করেছে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।