পারিবারিক কলহের কারনে দু‘ সন্তারের জননী শিল্পী খাতুন (৩২) নামের এক গৃহবধু কিটনাশক পানে আত্নহত্যা করেছে।
এ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামে। শিল্পী খাতুন মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের আব্দুল্লাহর স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, স্বামী- স্ত্রীর মধ্যে দন্দের জের ধরেই বুধবার সকালে ঘরে থাকা কিটনাশক পান করে দু‘ সন্তারের জননী শিল্পী খাতুন।
শিল্পী খাতুনকে হাসপাতালে নেওয়ার পুর্বে সে মারা যায়। নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা ঘটনার সত্যতা নিশ্বত করে জানান, শিল্পী খাতুনকে জানাযা শেষে দাফন করা হয়েছে।