Print

Rupantor Protidin

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৪ , ৫:২৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামী ২৬ ডিসেম্বর পাইকগাছায় শুভ আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌর সদরের আল-আমিন ট্রাস্টে উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোঃ সাইদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এসময়ে তিনি আমীরে জামায়াত আগমন উপলক্ষে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অধ্যক্ষ গাউসুল আলম হাদী,জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, প্রভাষক নুরুজ্জামান, গোলাম কুদ্দুস, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলার সভাপতি আবুজার গিফারী, থানা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, থানা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, বায়তুল মাল সম্পাদক মাওঃ আব্দুল খালেক,সুরা সদস্য মাওঃ আতাউর রহমান, কর্ম পরিষদ সদস্য মাওঃ আঃ কুদ্দুস, মাওঃ আব্দুল হান্নান, পৌর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, পাইকগাছা কলেজের ছাত্র শিবিরের সাবেক সভাপতি জিএম আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সাংবাদিক বৃন্দ।