Print

Rupantor Protidin

মুক্তির দুই দিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ হলে ‘মুজিব’

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৩ , ৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। আরিফিন শুভ অভিনীত সিনেমাটি দেশবাসীকে সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তির দিন থেকেই সিনেমা সিনেমা হলে সাড়া ফেলছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় ২০টি শো চলছিল সিনেমাটির। তবে দর্শক চাহিদার কারণে শো বাড়িয়েছে কর্তৃপক্ষ। একই অবস্থা প্রায় সমগ্র বাংলাদেশের সিনেমা হলে।

সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানাচ্ছে, দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুই দিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হলে চলবে ‘মুজিব’, যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড।

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।