Print

Rupantor Protidin

আজিজুর রহমান মন্টুকে আহবায়ক ও নুর মোহম্মদ শেখ সদস্য সচিব

মাগুরা ঘোনা ইউনিয়ন কৃষকদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২৪ , ৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন শাখার আয়োজনে মাগুরাঘোনা ইউনিয়নের সাবেক কৃষকদলের আহবায়ক মোঃ আজিজুর রহমান (মন্টুর) সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক নুর মোহম্মদ শেখের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার বিকাল ৩ টায় আঠারোমাইল বাসষ্টান্ড চত্বরে।

উক্ত কর্মী সভায় আজিজুর রহমান মন্টুকে আহবায়ক ও নুর মোহম্মদ শেখকে সদস্য সচিব করে মাগুরাঘোনা ইউনিয়ন কৃষকদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা কৃষকদলের সুযোগ্য আহবায়ক মাস্টার বি, এম আইয়ুব আহম্মেদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন,

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ শেখ,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব জি এম সাইকুল ইসলাম, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হালদার শাহাদত হোসেন, ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাংঘঠনিক সম্পাদক মোঃ শেখ মসিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ডুমুরিয়া ইউজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান (আসাদ)

আরো উপস্থিত ছিল, মোঃ হামিদুর রহমান (বাবু) আটলিয়া ইউনিয়ন কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুল মালেক, ডুমুরিয়া উপজেলা বিএনপির মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মোছাঃ রেবেকা বেগম, মেরিনা বেগম সহ বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।