Print

Rupantor Protidin

চৌগাছায় তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার দুই জন আটক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৪ , ৯:১৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছায় তিনটি চোরাই মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, চৌগাছা শহরের মাঠপাড়া এলাকার টিপু সুলতানের ছেলে মুন্না মন্ডল ওরফে মুন্না (১৯) এবং স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে পারভেজ আহমেদ ওরফে সোহাগ (২৩)।

চৌগাছা থানার ওসি পায়েল হোসেন জানান, চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে শনিবার মুন্নাকে গ্রেফতার করে পুলিশ।

এরপর মুন্নার দেওয়া তথ্য মতে, এই চোরাই চক্রের আর এক সদস্য পারভেজের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে পারভেজকে আটক করে। এসময় পারভেজের বাড়ি থেকে দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরে মুন্নার বাড়ি থেকে আর একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে একটি আরটিআর, একটি পালসার, এবং একটি সিটি-১০০।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের দুই সদস্য জানিয়েছে, তাদের কাছে একটি মাষ্টার ‘কি’ আছে যেটা দিয়ে মোটর সাইকেলের তালা খোলা হয়। মাষ্টার ‘কি’ দিয়ে কাজ না হলে এসিড ব্যবহার করতো বলে তারা জানিয়েছে। তারা আরও জানায়, তাদের সদস্যরা মিলে আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি করে এনে নিজেদের বাড়িতে রেখে রং পরিবর্তন করতো। সে গুলো দেশের বিভিন্ন জেলায় নিয়ে সেগুলো বিক্রি করা হতো।

আটককৃতদের রোববার আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে বলে জানান চৌগাছা থানার ওসি পায়েল হোসেন।