Print

Rupantor Protidin

উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৪ , ১২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ

Sheikh Kiron

ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার পর সচিবালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, বেলা ১১টার পর হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

তৃতীয় জানাজায় অংশ নেন উপদেষ্টার ছেলে, প্রধান বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ আরও অনেকে। আগামী সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ।