Print

Rupantor Protidin

নতুন সরকারের কাছে ‘অস্ত্র’ হস্তান্তর করেছে আসাদের নিরাপত্তা বাহিনী

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৪ , ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

দক্ষিণ সিরিয়ার লাতাকিয়া শহরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সিরিয়ার প্রাক্তন সরকারি নিরাপত্তা বাহিনী তাদের অস্ত্র হস্তান্তর করছে।

শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে শুট করা ফুটেজে দেখা যায়, সাদা পোশাকে পুরুষদের লম্বা লাইন। মূলত, তারা তাদের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র সিরীয় সরকারের নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে তুলে দেয়ার জন্য অপেক্ষা করছে।

কর্মকর্তাদের অনানুষ্ঠানিকভাবে নিরাপত্তা বাহিনীর পুরুষ সদস্যদের সাক্ষাৎকার নিতে দেখা যায়। এছাড়াও অস্ত্র জমা দেয়ার সময় তাদের মুখের ছবি নিতে দেখা যায়। সরকারী অফিসের এক কোণায় শত শত হ্যান্ডগান ও গোলাবারুদ পড়ে থাকতে দেখা যায় ভিডিওতে ।

হায়াত তাহরির আল শাম (এইচটিএস) গ্রুপের নেতৃত্বে সিরিয়ার নতুন নেতৃত্ব শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং আন্তর্জাতিক বৈধতা অর্জনের জন্য কাজ করছে। এজন্যই আসাদের শাসনের সময় দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র হস্তান্তরে উদ্বুদ্ধ হয়।