Print

Rupantor Protidin

ইসরায়েলের ‘হার্ট’ তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা হুতির

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৪ , ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) ভোরে হুতি বাহিনী তেল আবিবজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েল ও এর আশপাশের সমতল ভূমিতে স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ৫০ মিনিটের দিকে রকেট সাইরেন বেজে ওঠে। সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার পূর্বাভাস হিসেবে এই সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে, এই হামলা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়েছে।

এই হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। হুতি বাহিনী এই হামলাকে ইসরায়েলের ‘হার্টে’ হামলার সঙ্গে তুলনা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। হুতি কর্মকর্তা হেজাম আল-আসাদ বলেন, ‘সব ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা প্রমাণ করে যে, সন্ত্রাসী শত্রুর হার্ট আর নিরাপদ নয়। অন্য এক পোস্টে তিনি বলেন, ‘বিলিয়ন ডলার খরচ করে বানানো প্রতিরক্ষা ব্যবস্থার আর কোনো উপযোগিতা নেই।