Print

Rupantor Protidin

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত আহত এক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৪ , ৯:৩৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় টুম্পা খাতুন(২৩) ঘটনাস্থলে নিহত হন।

এই ঘটনায় গুরুতর আহত রিকশাচালক আবুল হোসেন (৫০)’র অবস্থা আশঙ্কজনক। নিহত টুম্পা খাতুন যশোর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন দেয়াড়া গ্রামের রাজু আহমেদের স্ত্রী। আহত রিকশাচালক একই গ্রামের সালামত মোল্লার ছেলে। তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে ঝিকরগাছা পৌর সদর কীর্তিপুর গ্রামে। ঝিকরগাছা থানাপুলিশ ঘাতক ট্রাক নং যশোর ড-১১-০৩০৩৫৪ আটক করেছে। ট্রাক চালক – হেল্পার পালিয়ে গেছে। নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রোকোনুজ্জামান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে একজনের মৃতদেহ এবং একজনকে জীবিত উদ্ধার করি। ঘাতক ট্রাকটি আমরা জব্দ করি তবে গাড়িচালক ড্রাইভার ও হেলপার পালিয়ে গিয়েছে। এ সংক্রান্ত আইনগত ভাবে রিকশা চালকের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।