Print

Rupantor Protidin

নড়াইলে সতীর্থ ‘৭৪ এর সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৪ , ৯:১৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

‘প্রাণের টানে, চিত্রার পাড়ে’ এই শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে এসএসসি সতীর্থ ‘৭৪ এর সুবর্ণ জয়ন্তী।

এ উপলক্ষ্যে সকালে নড়াইল সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়ের সামনে ফটোসেশন করে চিত্রা রিসোর্টের উদ্দেশ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। পরে চিত্রা রিসোর্টে কেক কেটে ৫০ বছর পুর্তি (সুবর্ণ জয়ন্তী) অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

সেখানে সতীর্থ ‘৭৪ এর শিক্ষার্থীদের শ্রদ্ধেয় ১১ জন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক এবং সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষ হতে উপঢৌকন প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন- কাফুর কালান্দার, মোঃ ইউসুফ আলী, আবুল কালাম আজাদ, সুধাংশু কুমার সাহা, হাসিনা বেগম, বাসুদেব কুন্ডু, নূরুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার, শুভাশিস বাগচী, আজিজুন নেসা ও লতিফা আক্তার।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ, নৌকা ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সতীর্থ ‘৭৪ এর সভাপতি এবং সাউদার্ন ইউনিভার্সিটি উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সতীর্থ ‘৭৪ এর সহ সভাপতি অবঃ যুগ্ম-সচিব এটিএম মহিউদ্দিন আহমেদ, ডাঃ শরীফ শামীম আতীক, কর্নেল (অবঃ) সাজ্জাদ, ডাঃ মায়া রানী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু,ছায়ানটের সভাপতি আসলাম খান লুলু,সহ অনেকে।