Print

Rupantor Protidin

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৪ , ৪:২৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৪, ৪:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি । আজ শুক্রবার ভোর ৭টার সময় উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয় ।

আটককৃত সুপ্রদীপ হালদার (২১) ভারতের পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা গ্রামের সুভাষ হালদারের ছেলে ।

৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুর শহীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জনতে পারি কিছু ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে । সে সময় আমরা সীমান্ত এলাকা স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে অবস্থান করি । সেসময় রুহল আমিনের গোলাপ বাগানের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় ভারতীয় ঐ নাগরিককে আটক করতে সক্ষম হই ।

পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে ।