Print

Rupantor Protidin

ঝিনাইদহে দুর্বৃত্তের হানায় দুই কৃষক নিঃস্ব

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৪ , ৫:১২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪, ৫:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহে দুর্বৃত্তের হানায় দুই কৃষক বেনজির আহমেদ ও টুলুর সব স্বপ্ন শেষ হয়ে গেছে । বৃস্পতিবার ( ১৯ ডিসেম্বর) দিবগত রাতে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মাঠে বেনজির আহমেদ শিলুর ২৫০টি কলার কাঁধি, দুই শতক ভূট্টাগাছ ও প্রতিবেশী টুলুর ৬শতক জমির পান গাছের পাতা কে বা কারা কেটে ফেলেছে ।

কৃষক বেনজির আহমেদ শিলু ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়ীয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের হেলাল মল্লিক এর ছেলে ও টুলু একাই গ্রামের আজিমউদ্দীনের ছেলে।

সরোজমিনে রাধাকান্তপুর, গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, নবগঙ্গা নদীর তীরে শিলুর দুই বিঘা জমিতে অপরিপক্ক কলা, তার পশেই ভূট্টা ক্ষেত। কলা গাছের থেকে অপরিপক্ক কলা কেটে মাটিতে ফেলে রাখা। তার পাশেই দুই শতক ভূট্টা গাছের গোড়া থেকে কেটে ফেলা। মাঠের অপর প্রান্তে টুলুর ১২ শতক পান বরজের মধ্যে ৬শতক জমির পান গাছের গোড়া থেকে লতা কেটে রাখা। এতে দুই কৃষকের দাবী তাদের প্রাই সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

পান চাষী টুলু জানান, সকালে বরজে কাজ করতে এসে দেখি পান গাছের গোড়া থেকে সব লতা এক ফুট, দুই ফুট করে কাটা।

কলা চাষী বেনজির আহমেদ শিলু জানান, বাগানে আসতেই দেখি, গাছ থেকে কলা কেটে কে বা কারা মাটিতে ফেলে রেখে গেছে।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ নূর-এ-নবী জানান, দুইজন কৃষক ভাইয়েরই অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের কৃষি অফিস থেকে প্রণোদনার মাধ্যমে তাদের সহযোগীতা করার চেষ্টা করা হবে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ ব্যাপারে কেউ কোন অভিযোগ এখনও করেনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।