Print

Rupantor Protidin

১৪ বছর পর এমইউজে খুলনার “নির্বাচন” বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৪ , ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ

Sheikh Kiron

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২২ ডিসেম্বর।
১৪ বছর পর এবারের নির্বাচনে মোট ছয়টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী তফশিল অনুযায়ী বুধবার সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিটি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রার্থীতা প্রত্যাহারের নির্দিষ্ট দিনে নয়টি পদ থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করায় ১৩ প্রার্থী চূড়ান্ত হয়। এতে সহ-সভাপতি পদে একজন মাত্র প্রার্থী থাকায় দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাকি যেসব পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, সভাপতি পদে দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দৈনিক মানব জমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, ও বাংলা ভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, ও ইনডেপেনডেন্ট টিভির খুলনা ব্যুরো প্রধান এ এইচ এম শামীমুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের খুলনা ব্যুরো প্রধান মাকসুদ আলী, ও দৈনিক সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন, ও এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, এবং নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত ও দৈনিক আমার দেশ এর ফটো সাংবাদিক সেলিম গাজী।

এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস এর খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দু’জন সদস্য রয়েছেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের আলহাজ¦ লিয়াকত আলী মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই স্থানে ২১ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের ১২ ডিসেম্বর এমইউজে খুলনার নির্বাচন অনুষ্ঠিত হয়।