Print

Rupantor Protidin

ছোবহান-নেছা-উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে

চৌগাছা সলুয়া বাজারে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২৪ , ৮:১২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ

Sheikh Kiron

বীরমুক্তিযোদ্ধা নাজীম উদ্দীন স্মরণে ও মহান বিজয় দিবস উপলক্ষে ছোবহান-নেছা-উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

সোমবার রাজধানীর সলুয়া বাজার (জামে মসজিদের সামনে) কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোবহান-নেছা-উদ্দীন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শরীফ উদ্দীন বাবু। এসময়ে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাজারে সাধারণ ব্যবসায়ী মনিরুজ্জামান মনিসহ প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে বীরমুক্তিযোদ্ধা নাজীম উদ্দীন মানুষের সুস্বাস্থ নিয়ে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে ছোবহান-নেছা-উদ্দীন ফাউন্ডেশন নিরন্তর কাজ করে যাচ্ছে। আজকের উদ্যোগের মাধ্যমে অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে।

যশোর থেকে মেডিকেল টেকনোলজিষ্ট নিয়ে প্রায় শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে ফ্রি ডায়বেটিস চেকআপ ও প্রেশার মাপাসহ স্বাস্থ্য-সেবা প্রদান করা হয়।