ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা।
সকল সরকারি ,আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা মোরে বিজয়স্থম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় ঝিকরগাছা থানার চৌকস পুলিশ সদস্যদের দেওয়া বিজয় দিবসের প্যারেডের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।
এ সময় মঞ্চে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বেলুন ও স্বেত পায়রা উড়িয়ে বিজয় দিবস প্যারেডের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
উপজেলা মোড়ে মহান মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ও স্বেচ্ছাসেবী, সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পৌর প্রশাসক,ঝিকরগাছা থানা,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি,অফিসার্স ক্লাবসহ,অন্যান্য সংগঠন গুলো হলো,থানা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন,ইসলামী আন্দোলন বাংলাদেশ,মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ, পাইলট গার্লস হাই স্কুল,বিএম হাইস্কুল,ঝিকরগাছা প্রেসক্লাব।
শিশুদের মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান স্ব-স্বশিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে দিনব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রিড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদ চত্বরে আড়ম্বরপূর্ণভাবে চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত অন্যের সমারহে বিজয় মেলা। সকল মসজিদে বাদ জোহর এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় সুবিধামতো সময়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদায়ী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।
হাসপাতাল, এতিমখানা এবং শিশু পরিবারের বিশেষমানের খাবার সরবরাহ করা হয়। সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান গদখালি পানি ছাড়া ফুল মোড় পার্ক সকাল/ সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। মহান বিজয় দিবসে সেবা সংগঠনের উদ্যোগে ঝিকরগাছা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা হয়।