Print

Rupantor Protidin

বিজয় দিবস উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৪ , ৯:১৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১০, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মধ্যে ছিল দেশাত্মবোধক গান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ও বিতর্ক প্রতিযোগিতা।

বিতর্কের বিষয় ছিল “এই সংসদ মনে করে, জুলাই বিপ্লবের শেকল ভাঙার লড়াই একাত্তরের চেতনাকে ধারণ করে”। এছাড়াও কেরাম, দাবা, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলাধুলায় প্রতিযোগিতা হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে।

এসব প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংগীত বিভাগের অধ্যাপক ড. রশীদুন্নবী, সহকারী অধ্যাপক আশিক সরকার, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রায়হানা আকতার, পপুলেশন সাইন্সেস বিভাগের সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলাম, এবং এলজিইউডি বিভাগের প্রভাষক মাহিদুল ইসলাম।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সাইফুল ইসলামের নেতৃত্বে হলের হাউজ টিউটরবৃন্দের সহযোগিতায় এসব প্রতিযোগিতা সম্পন্ন হয়। পরবর্তীতে ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভায় সকল প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার দেওয়া হবে।

আয়োজিত প্রতিযোগিতা সম্পর্কে হল প্রাধ্যক্ষ বলেন, ‘বিজয় দিসব উপলক্ষ্যে আমরা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। শিক্ষার্থীদের মানসিক বিকাশে এসব আয়োজন খুবই প্রয়োজনীয়। আমি।সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’

হাউজ টিউটির মো. মাসুদুর রহমান বলেন, ‘প্রতিবারের মত এবারও বিজয় দিবসকে সামনে রেখে নানান ক্রিয়াশীল প্রতিযোগিতার আয়োজন চলছে। এসব আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে খুবই কার্যকরী। তবে শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ আরো বাড়াতে হবে।’