Print

Rupantor Protidin

অধ্যাপক নার্গিস বেগমসহ নতুন ৩ জনকে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২৪ , ৯:১২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের নতুন তিনজন সদস্যকে মনোনয়ন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

নতুন এই তিন সদস্য হলেন, যশোর সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ, দৈনিক লোকসমাজের সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও যন্ত্র বিভাগের অধ্যাপক (অব:) প্রফেসর ড. রফিকুল ইসলাম সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় অনুজীব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও যশোর আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক জামালুন্নেসা।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেমের স্বাক্ষরিত স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৬.১১.০১৬.২৪-১৩৮ প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর * ধারা ১৮ (১) (ছ) এবং ১৮ (৩) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে বর্ণিত বিশিষ্ট শিক্ষাবিদগণকে সদস্য হিসেবে ০৩ (তিন) বছরের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

আদেশের অনুলিপি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয় ও অনুবিভাগ) সহ সংশ্লিষ্ট অন্যান্য শাখায় প্রেরণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে যবিপ্রবির ভিসি প্রফেসর মো. আব্দুল মজিদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন সংক্রান্ত একটি চিঠি মেইলে আমরা পেয়েছি।