Print

Rupantor Protidin

পাবিপ্রবিতে আইনজীবী সাইফুল ইসলামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৪ , ৬:১৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১:৪৫-এ বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এর আগে সকাল ১১ টায় একই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা “ভারতীয় আগ্রাসন রুখে দাও”, “ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে সাম্প্রদায়িক সহিংসতার ষড়যন্ত্রের আশঙ্কা। এক শিক্ষার্থী বলেন, “চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চলছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানাই।”

শিক্ষার্থী মিরাজ খান বলেন, “দিল্লির দাসত্ব করার জন্য আমাদের ভাইয়েরা রক্ত দেয়নি। আওয়ামী লীগের মদদপুষ্ট সন্ত্রাসী ইসকন লীগ প্রকাশ্যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানাই।”

উল্লেখ্য,বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।