Print

Rupantor Protidin

ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৪ , ৮:১৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

স্লট বুকিং জটিলতায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। তবে সোমবার (২৫ নভেম্বর) আগের স্লটে বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর বাজারের ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম জানান, হিলি স্থলবন্দর দিয়ে হঠাৎ করে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি ভারতীয় আলু বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকা দরে। তবে আগের ভারতীয় পেঁয়াজ ৭০-৭৫ টাকা বিক্রি করলেও মঙ্গলবার বন্দরের গোডাউনে পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকা চাইছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে অনলাইনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয়। হঠাৎ করে গত রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের রপ্তানিকারকরা। ফলে আমদানিকারকরা স্লট বুকিং দিতে পারছেন না। সব মিলিয়ে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।