Print

Rupantor Protidin

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ কর্তৃক আয়োজিত হলো গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৪ , ৭:৪৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ কতৃক গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা-২০২৪ আয়োজিত হলো আজ। মঙ্গলবার (২৬ নভেম্বর) ইন্সটিটিউটটির সেমিনার কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

নজরুল গবেষণাভিত্তিক এ কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটটির অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম ও কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমান আনসারী। ২ দিন ব্যাপী আয়োজিত এই কর্মশালার প্রথম দিন (আজ) ১৯ জন তরুণ নজরুল গবেষক অংশগ্রহণ করেন। ২৮ নভেম্বর বাকি ২১ জন গবেষককে নিয়ে ২য় দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জীবনে গবেষণা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নজরুল ইন্সটিটিউটের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ হয়েছে নজরুল নিয়ে গবেষণা করার।

এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে তোমরা গবেষণা প্রকল্প পেয়েছো। তারই কাজ করবে। গবেষণার যে মেথড টা তোমরা এখান থেকে শিখবে সেই মেথডের জ্ঞানগুলো তোমরা তোমাদের গবেষণায় প্রয়োগ করে নজরুল সম্পর্কে একটা সত্য উপস্থাপন করে নিয়ে আসবে এটা আমার বিশ্বাস। আজকের এই কর্মশালা তোমাদের জ্ঞান অন্বেষণের সেই পথকেই সুগম করবে এবং এখান থেকে অর্জিত শিক্ষাগুলো তোমাদের জীবনে পাথেয় হয়ে থাকবে।