Print

Rupantor Protidin

ইবিতে তরুণ লেখকদের ‘লেখা প্রদর্শনী’র আয়োজন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘লেখা প্রদর্শনী’ শুরু হয়েছে। এতে তরুণ লেখকদের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রায় শতাধিক লেখা প্রদর্শন করা হয়েছে।

এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা উপাচার্যের নিকট পৌঁছে দিতে ‘মনের জানালা’ এবং সংগঠনটির দ্বিমাসিক প্রকাশনা ডাকঘরের জন্য উন্মুক্ত লেখা আহ্বানসহ নানা বুদ্ধিবৃত্তিক ও সৃষ্টিশীল কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড খন্দকার তৌহিদুল আনাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এসময় সংগঠনটির সভাপতি খায়রুজ্জামান খান সানি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্ধোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সমাজের অসঙ্গতিগুলো উঠে আসুক তোমাদের লেখার মাধ্যমে। এসময় তিনি বিশ্ববিদ্যালয় সৃষ্টিশীল কাজের প্রর্দশনী বেশি বেশি আয়োজন করতে শিক্ষার্থীদের নির্দেশ দেন।

আয়োজন সম্পর্কে সংগঠনটির সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন শিক্ষার্থীদের লেখায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা সবসময় বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করি। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ ও জাতিকে বইমুখী করার জন্য চেষ্টা করে আসছি। আমরা আশা করছি এই ধরণের আয়োজনের মাধ্যমে সারা বাংলাদেশের তরুণ সমাজ বুদ্ধিবৃত্তিক চর্চায় আগ্রহী হয়ে উঠবে।

প্রসঙ্গত, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা লেখালেখি ছাড়াও বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ২১ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরপর ৪র্থবারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।