Print

Rupantor Protidin

পাইকগাছায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ আটক ৫

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছা থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত একজন আসামিকে সহ অন্যান্য মামলার আরো চার জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া নামক স্থানের গুচ্ছগ্রাম এলাকা থেকে একই ইউনিয়নের বান্দিকাটি গ্রামের কাওছার আলী গাজীর ছেলে মো. হারুন গাজীকে আটক করে।

জানা যায়, হারুন গাজীকে ২০১৩ সালের একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্যান্য মামলার আরো চার জন আসামিকে আটক করেছে থানা পুলিশ।

এবিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সকল আসামিকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।