Print

Rupantor Protidin

এলাকাবাসীর মাঝে আতঙ্ক

ঝিকরগাছায় এক সপ্তাহের ব্যবধানে ২টি লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২৪ , ১:৪৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২০, ২০২৪, ১:৪৯ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামে এক সপ্তাহের ব্যবধানে দুইটি লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামে এক সপ্তাহের ব্যবধানে দুইটি লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। গতকাল (২০ নভেম্বর) ভোররাতে মাটিকুমরা গ্রামের রাস্তার পাশ থেকে সাহেব আলি (৩৫)নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। একইভাবে গত ১৩ নভেম্বর একই গ্রামের শিশু সাদিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ।

বুধবার ভোররাতে ফজরের নামাজের সময় স্থানীয় মুসল্লিরা মসজিদে যাওয়ার পথিমধ্যে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয়। সংবাদপেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ঘটনার সূত্রেজানা যায় মাটিকুমরা গ্রামের মৃত আব্দুল ওহাব গাজীর ছেলে সাহেব আলী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া গ্রামে বিয়ে করে বসবাস করতেন। একপর্যায়ে তিনি জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ইজিবাইক চালাতেন। কিছুদিন পর সাহেব আলী ঢাকা থেকে সিলেট যেয়ে একই কাজ করতেন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জানা যায় সাহেব আলী সিলেটে আরোও একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ধারণা করা হচ্ছে এই বিবাহকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এরই জেরে এ ধরনের ঘটনাটি ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন। এদিকে লাশ উদ্ধারের পরে দেখা যায় তার পরনে প্যান্ট শার্ট এবং শীতের পোশাক পরিহিত ছিল। তার গায়ে কোন কাটা বা ক্ষত চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় যোগাযোগ করা হলে ডিউটি রত অফিসার বলেন ময়না তদন্তের পর জানা যাবে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে নাকিআত্মহত্যা করেছে।

বুধবার (২০ নভেম্বর) ভোররাতে মাটিকুমরা গ্রামের রাস্তার পাশ থেকে সাহেব আলি (৩৫)নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। একইভাবে গত ১৩ নভেম্বর একই গ্রামের শিশু সাদিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ।গতকাল বুধবার ভোররাতে ফজরের নামাজের সময় স্থানীয় মুসল্লিরা মসজিদে যাওয়ার পথিমধ্যে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয়। সংবাদপেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ঘটনার সূত্রেজানা যায় মাটিকুমরা গ্রামের মৃত আব্দুল ওহাব গাজীর ছেলে সাহেব আলী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া গ্রামে বিয়ে করে বসবাস করতেন। একপর্যায়ে তিনি জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ইজিবাইক চালাতেন। কিছুদিন পর সাহেব আলী ঢাকা থেকে সিলেট যেয়ে একই কাজ করতেন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জানা যায় সাহেব আলী সিলেটে আরোও একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।ধারণা করা হচ্ছে এই বিবাহকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এরই জেরে এ ধরনের ঘটনাটি ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন।

এদিকে লাশ উদ্ধারের পরে দেখা যায় তার পরনে প্যান্ট শার্ট এবং শীতের পোশাক পরিহিত ছিল। তার গায়ে কোন কাটা বা ক্ষত চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় যোগাযোগ করা হলে ডিউটি রত অফিসার বলেন ময়না তদন্তের পর জানা যাবে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে নাকিআত্মহত্যা করেছে।