Print

Rupantor Protidin

সমাজবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান মাসুদুর রহমান

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৪ , ৮:০৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ

Sheikh Kiron

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেলেন বিভাগটির সহকারী অধ্যাপক মাসুদুর রহমান।

সোমবার (১৮ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে পরবর্তী ৩ বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে পরবর্তী তিন (৩) বছরের জন্য সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সহকারী অধ্যাপক মাসুদুর রহমান কে নিয়োগ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তিনি দায়িত্ব, ভাতা ও অন্যন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মাসুদুর রহমান বলেন, ‘সমাজবিজ্ঞান বিভাগে ছয়টি ব্যাচ চলমান এবং বর্তমানে চারজন শিক্ষক রয়েছেন। আমাদের বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাব, রিসার্চ, খেলাধুলা ইত্যাদির সাথে যুক্ত। আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যাতে অ্যাকাডেমিক ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ সবার চেয়ে এগিয়ে যেতে পারে, দেশ ও বিশ্ব দরবারে বিভাগকে রিপ্রেজেন্ট করতে পারে সেটা নিশ্চিত করার চেষ্ঠা করবো।’

বিভাগের পরবর্তী কার্যক্রম পরিচালনার বিষয়ে তিনি আরোও বলেন, ‘বিভাগের সকল কার্যক্রম যাতে ঠিকভাবে পরিচালনা করতে পারি, তাই আগামীকাল আমি সকল ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছি। শিক্ষার্থীদের দাবি ও যেকোনো প্রকার সমস্যা ইত্যাদি জেনে তা সমাধান করে একটি শিক্ষার্থী বান্ধব বিভাগে রূপান্তরিত করতে পারি তার একটি রোড ম্যাপ তৈরি করবো।’

উল্লেখ্য, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ২০১৯ সালে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। বর্তমানে বঙ্গবন্ধু হলের হাউজ টিউটর হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।