Print

Rupantor Protidin

দুর্নীতির অভিযোগে

অবশেষে ফিরে গেলেন চট্টগ্রাম টেলিভিশন প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৪ , ৬:১৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত শেখ হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের ‘আস্থাভাজন’ রোমানা শারমিনকে শেষমেশ চট্টগ্রাম ছাড়তে হলো। তাকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। গত কাল ১৮ নভেম্বর চট্টগ্রাম ছেড়ে যান।

গত ১২ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব কাজী জিয়াউল বাসেত স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তার প্রেষণাদেশ বাতিলপূর্বক তাকে তার নামের পাশে বর্ণিত পদ এবং কেন্দ্রের বদলি করা হলো। আওয়ামী লীগ সরকারের আমলেই রোমানা শারমিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। বিটিভির এই কেন্দ্রে ঢাকা থেকে যাকেই জিএম পদে পদায়ন করা হতো তার সঙ্গে সিন্ডিকেটে যুক্ত হয়ে তিনি অনিমের অংশীদার হয়ে যেতেন। সহকর্মীদের তিনি হাছান মাহমুদের ‘একান্ত আস্থাভাজন’ বলেও পরিচয় দিতেন।

সর্বশেষ সাবেক জিএম আনোয়ার হোসেন রঞ্জুর সঙ্গে মিলেমিশে প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিনের নেতৃত্বে ওই সিন্ডিকেট গত দেড় বছরে অনুষ্ঠানমালার বাজেটের এক- তৃতীয়াংশ অর্থাৎ প্রায় ৬ কোটি টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিয়মিত অনুষ্ঠান ধারণ ও প্রচার প্রায় বন্ধ থাকলেও ২ কোটি ২০ লাখ টাকা বাজেট করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার আগে রোমানা দেড় কোটি টাকা উত্তোলন করেছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, গণঅভ্যুত্থানের পর কয়েকজন সাংবাদিক নেতা তাকে রাখার জন্য বিভিন্ন জায়গায় তবদির করেছেন। বিগত সরকার পতনের পরও তিনি তিন মাস চট্টগ্রামে চাকরি করেছেন তবদিরের কারনে। অভিযোগ রয়েছে তিনি হাতে গোনা কয়েকজন শিল্পীদের নিয়মিত প্রোগ্রাম দিতেন, সিনিয়র শিল্পীরা প্রোগ্রাম থেকে বঞ্চিত হতেন।

সূত্রে জানাযায় শিল্পীদের সম্মানীর নামে অর্থ লোপাট, গুরে ফিরে একই শিল্পীকে বার বার প্রোগ্রাম দেওয়া, অনুষ্ঠান না করেও শিল্পীদের নামে বিল উঠানো অনেকটা ওপেন সিক্রেট। এছাড়া ও হিন্দু শিল্পীদের প্রোগ্রাম দিতেন না বলে জানাযায়।