Print

Rupantor Protidin

এ অঞ্চলের শিক্ষার কেন্দ্রবিন্দু হবে নজরুল বিশ্ববিদ্যালয়- উপাচার্য

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৪ , ৮:৪৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার কেন্দ্রবিন্দু হবে নজরুল বিশ্ববিদ্যালয়।

সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে তিনি এমন কথা বলেন।

এছাড়া তিনি আরও বলেন, ‘২৪টি বিভাগ সংবলিত এ বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ইতিহাস বিভাগের সংযুক্তি ঘটেছে এবং শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। ফার্মেসী বিভাগের কার্যক্রমও এগিয়েছে অনেক দূর। পাশাপাশি ম্যাথ, ফিজিক্স, ক্যামিস্ট্রি বিভাগ চালু করারও পরিকল্পনা আছে। উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিভাগে পর্যাপ্ত শিক্ষক ও বিভিন্ন জায়গায় পর্যাপ্ত জনবল প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য অন্যতম দুটি প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি এবং লোকাল প্রতিষ্ঠানগুলো থেকে সাহায্য সহযোগিতা পেলে আমরা নজরুল বিশ্ববিদ্যালয়কে এ অঞ্চলের একটি শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারবো।’

বিশ্ববিদ্যালয়ের জায়গা বৃদ্ধি করার বিষয়ে তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় মাত্র ৫৭ একর জায়গার উপর অধিষ্ঠিত। আমাদের ধারণা বিশ্ববিদ্যালয় সাধারণত বড় পরিসরের হয়ে থাকে। একটি বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেন থাকবে, লেক থাকবে, সুইমিং পুল থাকবে, খেলার মাঠ থাকবে। এই জায়গাগুলো নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান। ইতিমধ্যেই আরো ৯৪ একর জায়গা বৃদ্ধির জন্য আবেদন প্রক্রিয়াধীন। সরকার যদি আমাদের সহযোগিতা প্রদান করেন এবং জায়গা অধিগ্রহণের অনুমোদন প্রদান করেন। তাহলে এই পরিকল্পনা আরো সবদিক দিয়ে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। খোলা মাঠ, খোলা স্পেস না থাকলে বিশ্ববিদ্যালয় পরিপূর্ণতা পায়না। সবার সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই।’