Print

Rupantor Protidin

পাবিপ্রবির ছাত্রী হল কর্মকর্তাকে ম্যাম ডাকতে বাধ্য করার অভিযোগ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২৪ , ৯:৩৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৫, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রী হল শেখ হাসিনা হলের ছাত্রীদের ম্যাম বলে ডাকতে বাধ্য করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের দুই হল কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন, উপ-রেজিস্ট্রার মোছা. আফরোজা আক্তার রাজিয়া বানু ও মোছা. রেবেকা সুলতানা।

খোঁজ নিয়ে জানা যায়, এ দুই কর্মকর্তাকে ম্যাম না ডাকলে হলের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, গণরুম থেকে সিট দিতে বিলম্ব, তার মনমতো না চললে ছিট ছেড়ে দিতে বলার কথা জানা যায়। এ নিয়ে হলের শিক্ষার্থীরা প্রভোস্ট ও কর্মকর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কর্মকর্তার রোষানলের স্বীকার হবেন বলে এ বিষয়ে কোন ছাত্রী সরাসরি কথা বলতে রাজি হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, কর্মকর্তারা আমাদের টিচার নয়, তবু তাদের ম্যাম ডাকতে হয় এটা আমাদের জন্য দুঃখজনক। যদি ম্যাম না ডাকা হয় তবে সেটা তারা খারাপ চোখে দেখেন যার কারণে আমাদের পরবর্তীতে নানা জটিলতায় পড়তে হয়। গণরুম থেকে রুমে সিট সহজে পাওয়া যায় না , বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে কথা শুনতে হয়। হল প্রভোস্ট এ বিষয়ে জানলেও কোন প্রতিক্রিয়া না দেখানোটা আমাদের জন্য হতাশাজনক।

অন্য আরেক ছাত্রী জানান, কর্মকর্তাদের ইনডিরেক্টলি ম্যাম ডাকতে বাধ্য করা কোনভাবেই কাম্য নয়। এ ধরণের কালচার থেকে বের হয়ে আসা উচিত। আমরা আশা করি হল প্রভোস্ট এ বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা বলেন, এসব অবাঞ্ছিত কথা। এবিষয়গুলোর কোন সত্যতা নাই। আর ম্যাম ডাকা আর আপু ডাকা একি কথা। কোন মেয়ের যদি সাহস থাকে আর আপনাদের কাছে প্রমাণ থাকে তাহলে তাকে বলেন প্রভোস্টের কাছে অভিযোগ দিতে। তিনিই তাহলে আমাদের বিচার করবেন।

আরেক কর্মকর্তা মোছা. আফরোজা আক্তার রাজিয়া বানু এ বিষয়ে ফোনে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিবেদকের ফোন কেটে দেন।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. জিন্নাত রেহেনা বলেন, আমি দায়িত্ব পাওয়ার আগে থেকে ছাত্রীরা কর্মকর্তাদের ম্যাম ডেকে এসেছে। আমি তো চাইলেই একটা রেওয়াজ পরিবর্তন করতে পারি না। আমাকে যে কোন বিষয়ে স্টেপ নিতে গেলে একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে এবং তা অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে। কিন্তু এ ব্যাপার আমাকে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয় নি। তবে অভিযোগ পেলে এ বিষয়ে কাজ করবো।