Print

Rupantor Protidin

দৌলতপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৪ , ৮:৩৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

কুষ্টিয়ার দৌলতপুর পুকুরে ডুবে নুর আলম (৫) ও ফাতেমা (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা দুজন আপন চাচাতো ভাই-বোন। শনিবার (২ নভেম্বর) উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামের মালিথাপাড়ার মাদ্রাসা মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই এলাকার খোদা বকসের শিশুপুত্র নুর আমিন ও তার ভাই মিজার আলীর শিশুকন্যা ফাতেমা প্রতিদিনের মতো শনিবার বিকালে বাড়ি থেকে খেলতে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। প্রতিবেশীদের বাড়িতেও তাদের কোনো সন্ধান না পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন শিশু দুটির পরিবারের লোকজন।

খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর হৃদয় বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির বলেন, এই মাত্র আমরা ঘটনাস্থলে এসে পৌঁছালাম। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শিশুদুটির মরদেহের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ ব্যাপারে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হতে পারে। তবে এটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।