Print

Rupantor Protidin

স্ত্রীসহ খুন ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২৩ , ৫:৪১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৬, ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ

Sheikh Kiron

হত্যার শিকার হলেন ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ওতার স্ত্রী। তারা দুজনে ঘাতকদের ছুরিকাঘাতে খুন হয়েছে বলে ‘ডেট লাইন’ নামের একটি শোবিজভিত্তিক নিউজ পোট্রালের খবরে জানা গেছে।

রবিবার (১৫ অক্টোবর) নিজগৃহে খুন হন তারা। এ হত্যাকান্ডে সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুইয়ের বয়স হয়েছিল ৮৩ বছর।

নিউজ এজেন্সি আইআরএনএ- সেদেশের বিচার বিভাগের কর্মকর্তা হোসেইন ফাজেলির সূত্রে জানিয়েছে, মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদীফার গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে।

সূত্রটি আরও জানিয়েছে, নির্মাতার মেয়ে মোনা মেহেরজুই শনিবার রাতে দেশটির রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী উপশহরের বাড়িতে তার বাবার সঙ্গে দেখা করতে গেলে মৃতদেহগুলো দেখতে পান।

ইরানের কর্তৃপক্ষ এ হত্যাকান্ডের তদন্ত করছে বলে জানা গেছে। তবে হত্যার কোনো উদ্দেশ্য এখনো অনুমান করা সম্ভব হয়নি। এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, নির্মাতার স্ত্রী সামপ্রতিক কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকির অভিযোগ করেছিলেন।