Print

Rupantor Protidin

দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৪ , ১০:০৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার আব্দুল হামিদ (৫৫) ও তার আপন ছোট ভাই নজরুল ইসলাম (৪৮)। পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।

নিহত নজরুল ইসলামের ছেলে কলেজছাত্র সুরুজ্জামান জানান, বিকাল ৫টার দিকে তার বাবা ও চাচা আব্দুল হামিদসহ আরো কয়েকজন ছাতারপাড়া বাজারের একটি চায়ের স্টলে চা খাচ্ছিলেন। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে নজরুল ইসলামকে এবং পরে আব্দুল হামিদকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। এ ঘটনায় আরো কয়েক ব্যক্তি আহত হন। বাজারে শত শত লোকের সামনে তাদের দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়।

দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির রাতে জানান, পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে কী নিয়ে তাদের বিরোধ ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।