Print

Rupantor Protidin

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ফের খুলে দেওয়া হলো

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৯:১০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ কারণে বিপদসীমায় পৌঁছেছে কাপ্তাই বাঁধের পানি। এ পরিস্থিতিতে বাধের ১৬টি জলকপাট ফের ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, গত ২৫ আগস্ট থেকে ১৫ দিন জলকপাট খোলা রাখার পর গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। এরপর গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়তে থাকে। এ কারণে ফের শনিবার সন্ধ্যা ৬টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নেমে যাচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮.৫৫ এমএসএল (মিনস সি লেভেল)। যা বাধের জন্য বিপদজনক।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, হ্রদে পানি বেড়ে গেলে গেট খোলার পরিমাণ আরো বাড়ানো হবে।