Print

Rupantor Protidin

‘মুঈদ স্যারেরা কখনো মরেনা, যুগে যুগে বেঁচে থাকে আমাদের মাঝে’

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৬:০৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

বিশিষ্ট কলামিস্ট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের সদ্য প্রয়াত অধ্যাপক মুঈদ রহমানের স্মরনে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের ৪র্থ তলায় এটির আয়োজন করেন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে তার সহকর্মী ও বিভাগের শিক্ষার্থীরা মুঈদ রহমানের সঙ্গে তাদের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন৷ এসময় তারা অশ্রুসজল নয়নে তার রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন৷

সভায় তার সহকর্মী ও শিক্ষার্থীরা বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মানে অধ্যাপক মুঈদের মতো মানুষের খুব প্রয়োজন ছিলো। তিনি বিভাগের তুমুল জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের খুব আপন করে নিতেন। স্যার সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। মুঈদ স্যারেরা কখনো মরেনা, তারা তাদের কর্মের মাধ্যমে যুগ যুগ ধরে বেঁচে থাকে আমাদের মাঝে।’

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মুস্তফা আরিফ, অধ্যাপক ড. দেবাশীস শর্মা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সিদ্দিক বাদশা, কেন্দ্রীয় মসজিদের খতিব আশ্রাফ উদ্দীন খানসহ বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অধ্যাপক আব্দুল মুঈদ গত ১১ সেপ্টেম্বর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ১৯৯০ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৯৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।