Print

Rupantor Protidin

নওয়াপাড়ায় রোমান স্মৃতি সংঘ’র প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৪ , ৭:৩৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

নওয়াপাড়ায় রোমান স্মৃতি সংঘ’র আয়োজনে বিবাহিত ও অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় সংগঠনটির সভাপতি মো. রাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদ’র নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামীম হোসাঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাপ্ফার আহমেদ, নওয়াপাড়া মডেল কলেজ মসজিদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো. নুর ইসলাম মহলদার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক টু-ব্রাদারস্’ স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী আরিফুর রহমান, সাবেক ক্রীড়া খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. জাহিদ হোসেন মিঠু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রোমান স্মৃতি সংঘ’র সজিবুল ইসলাম, আসলাম শেখ, রাকিবুল ইসলাম হিরো, মো. সুজন বিশ্বাস , ইরফান শুভ, নাহিদ হাসান, মো. আকাশ, সোহানুর রহমান, জমির মহলদার, মুজিবুর রহমান, রনি হাসান, প্রমুখ।

বিবাহিত ও অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের এই খেলায় প্রথমার্ধে গোল শূন্য থাকলেও পরে দ্বিতীয়ার্ধে ১০ মিনিটে মধ্যে অবিবাহিত একাদশ’র রায়হানের গোলের মধ্যদিয়ে এগিয়ে গেলেও পরে তার মিনিট ১৫ এর মধ্যে আত্মঘাতী গোলের মধ্যদিয়ে খেলার সমতা আনে বিবাহিত একাদশ।

পরে খেলার শেষমুহুর্তের ঠিক ৭ মিনিট আগে বিবাহিত একাদশ’র সোহেল গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

খেলায় বিজয়ী ও পরাজিত দলকে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।