Print

Rupantor Protidin

শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক

আসুন নতুন বাংলাদেশ গড়তে এক সঙ্গে কাজ করি-ড. ইউনূস

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন, আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।’

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের সমাজে যে পচন ধরেছিল, ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল। আর পচন নয়, আমরা সুস্থ-সবল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাই।’