Print

Rupantor Protidin

১ লাখ টাকা জরিমানা

যশোরে ভেজাল মবিলের গোডাউনে অভিযান

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৮:১২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে ভেজাল মবিল গোডাউনে অভিযান চালিয়ে গোডাউন মালিক গোলাম মোস্তফাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বারান্দিপাড়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে বারান্দি পাড়ায় একটি ভেজাল মবিলের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোডাউনে ভেজাল মবিল ও মবিল প্যাকেটজাত করার ক্যান, বিভিন্ন মবিল কোম্পানির স্টিকার পাওয়া যায়। এ ঘটনায় গোডাউন মালিক গোলাম মোস্তফাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে৷

এ অভিযানের সময় র‍্যাব ও পুলিশের একটি টিম ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।