খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সৃষ্টিকর্তার অশেষ নৈকট্য এবং জনগণের দোয়ায় বেগম খালেদা জিয়া আজও বেঁচে আছেন, মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলছেন। ১/১১ অনির্বাচিত সরকার তাকে যেভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছিল শেখ হাসিনাও তাকে ঠিক একইভাবে কারাবন্দি করেছিল। তাদের লক্ষ্য ছিল তিলে তিলে দেশনেত্রীকে নিঃশেষ করে দেওয়া। কিন্তু তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, পরিপূর্ণ সুস্থতা লাভের মধ্য দিয়ে খালেদা জিয়া আবারও দেশের গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দেবেন।
বুধবার বাদ আছর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও দলীয় চেয়ারপার্সনের ১৭ তম কারামুক্তি দিবসে জেলা বিএনপি আয়োজিত সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাবেক জেলা বিএনপি নেতা মাহতাব নাসির পলাশ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিলন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।