নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার ১১ সেপ্টেম্বর বেলা জিহাদুল ইসলাম বাদী হয়ে নড়াগাতী থানায় মামলা দায়ের করে।
মামলার বাদি ও এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে সাড়ে ৫ টার দিকে কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট শেখ আবদল্লাহ আল মামুন বল্লাহাটি গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সেই সংবাদ সংগ্রহে যান নড়াইল জেলা ও কালিয়া উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
দৈনিক সকালের সময়ের কালিয়া উপজেলা প্রতিনিধি জিহাদুল ইসলাম, দৈনিক খবরের নড়াইল জেলা প্রতিনিধি শেখ ফসিয়ার রহমান সহ জন প্রসাশন, এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের উপর বল্লাহাটি ও আশেপাশের এলাকার আজম মোল্যা, মুজিবুর রহমান, আজিবর মোল্যা, হাসান কাজী ও রাজিব হাওলাদারসহ অন্তত ৪০ থেকে ৫০ জন হামলা চালায়।
হামলায় আহত হন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুনসহ সাংবাদিক ফসিয়ার, হাচিবুর, পারভেজ ও জিহাদুল। শেখ ফসিয়ার রহমান ও জিহাদুলের অবস্থা গুরতর হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হামলার সময় সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুরসহ ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় আসামীরা।
মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই আসামিরা এলাকা থেকে পালিয়েছে। তাঁদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।