Print

Rupantor Protidin

ইসরাইলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২৩ , ২:২২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৫, ২০২৩, ২:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির সীমান্তবর্তী ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ প্রতিরোধ ফ্রন্টের দৃঢ়চেতা অবস্থান ঘোষণা করার একদিন পর এ হামলা চালানো হলো।

হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টেলিভিশন শনিবার জানিয়েছে, তাদের যোদ্ধারা শেবা কৃষিখামার ও কুফারচুবা পাহাড়ে ইসরাইলি সেনা অবস্থানগুলোতে এক ঝাঁক রকেট, মর্টারের গোলা ও ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।

হিজবুল্লাহর ওই হামলায় অন্তত ১০ ইসরাইলি সেনা মারাত্মক আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। তাদেরকে লেবানন সীমান্তবর্তী ইসরাইলের নাহারিয়া শহরের গ্যালিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর মর্টারের গোলাগুলো গ্যালিলি ব্রিগেডের কমান্ড সেন্টার- ব্রানিয়াত ব্যারাকে আঘাত হেনেছে।

ইসরাইলি সেনারা এক বিবৃতিতে বলেছে, তারা সীমান্ত এলাকাগুলোতে পাল্টা হামলা চালিয়ে হিজবুল্লাহর গোলাবর্ষণের জবাব দিয়েছে। দক্ষিণ লেবানন থেকে শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর একদিন আগে শুক্রবার হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা যেকোনো দৃশ্যপটের জন্য সম্পূর্ণ প্রস্তুত।