Print

Rupantor Protidin

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে ২ নারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২৪ , ৮:০০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুই জনের মধ্যে একজনের নাম শাকিলা আক্তার (২৬) ও অপর জনের নাম শান্তা সর্দার (২০)।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, শাকিলা ৯ সেপ্টেম্বর এবং শান্তা ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এনিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৯ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে মারা গেছেন ৪ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৪ জন।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে পুরুষ ২ জন, নারী ৬ জন এবং শিশু একজন। এছাড়াও আক্রান্তদের মধ্যে ৩৮৫ জন পুরুষ, নারী ১৮৪ জন এবং শিশু ১৮৫ জন।