Print

Rupantor Protidin

বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২৪ , ৬:২২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

বেনাপোল সীমান্ত থেকে ৩২৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ী আলাউদ্দীন (২৭) বেনাপোলের পুটখালি গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোহম্মদ রাসেল জানান, মঙ্গলবার ভোরে পুটখালী গ্রামের আলাউদ্দীন তার বসতবাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির জন্য মজুদ করেছে’ গোপন এমন সংবাদে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে আলাউদ্দীনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে গোয়ালঘরের মধ্যে ফেন্সিডিল আছে বলে জানায়।পরে সেখান থেকে ২টি বস্তায় বিশেষ ভাবে রাখা ৩২৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আলাউদ্দীনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।