Print

Rupantor Protidin

যশোরে জে.সি.বি বিজ্ঞান ক্লাব

টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৪ , ৮:১৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় সাধারণ শিক্ষার্থীদের মহাকাশ গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে যশোর সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর শিক্ষার্থীদের নিয়ে টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মারুফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেলিস্কোপ পরিচিতি ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী প্রবল আগ্রহ ও উদ্দীপনা সহকারে টেলিস্কোপের মাধ্যমে দূরের বস্তু অবলোকন করেছে।

ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয় বলেন, কোমলমতি শিক্ষার্থীদের হাতেই আগামীর বাংলাদেশ। আর যশোর জেলার শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে মহাকাশ গবেষণা। সেই সাথে প্রতি সপ্তাহে একটি শিক্ষা প্রতিষ্ঠানে টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে জে.সি.বি বিজ্ঞান ক্লাব।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি এম. রোকনউজ্জামান, সহ-সভাপতি তাহমিদ মৃধা, সাংগঠনিক সম্পাদক ফারিয়া খান ঝিলিক, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল রোহানসহ স্কুলটির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকগণ ও বিজ্ঞানপ্রেমী ভলেন্টিয়ারগণ।