Print

Rupantor Protidin

যশোরে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২৪ , ৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলা হয়, আওয়ামী স্বৈরাচার সরকারের সময় প্রকৃত মেধাবীরা মেধার যোগ্যতায় চাকরি পায়নি। সরকার দুর্নীতির মাধ্যমে বেছে বেছে ছাত্রলীগ নামধারী নেতাকর্মীদের চাকরি দিয়েছে। ফলে সরকারি চাকরিতে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি। অবিলম্বে প্রকৃত মেধাবীরা যাতে সরকারি চাকরিতে আবেদন করতে পারে সেজন্য চাকরিতে বয়স সীমা ৩৫ বছর করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।