Print

Rupantor Protidin

পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২৪ , ৭:১০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৪, ৭:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়েছে। সারা বিশ্বে শকুন বিলুপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর সেপ্টম্বর মাসের প্রথম শনিবার পালিত হয় আর্ন্তজাতিক শকুন সচেতনতা দিবস। বিলুপ্ত প্রায় এ শকুনকে বাঁচাতে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোই শকুন সচেতনতা দিবসের মুখ্য উদ্দেশ্য।

শনিবার সকাল ১১ টায় পাইকগাছার নতুন বাজার সংগঠনের কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে শকুন সুরক্ষায় সচেতনতা মূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন।

বক্তব্য রাখেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, কবি রাবেয়া আক্তার মলি,লিনজা আক্তার মিথিলা,পুষ্পিতা শীল জোতি, দিবাশিস সাধু,গনেশ দাশ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শকুন আমাদের অতি পরিচিত পাখি। এক সময় বাংলাদেশের গ্রামগজ্ঞে গরু, মহিষসহ গবাদি পশুর মৃতুদেহ যখানে ফেলা হতো সেখানে দলে দলে শকুন হাজির হতো। মৃত প্রাণী বা পচাগলা, বর্জ্য ও মৃতদেহ পচে রোগ ছড়ানোর আগেই তা খেয়ে সাবাড় করে দিতো শকুন। তাই শকুনকে প্রকৃতির পরিছন্ন কর্মি বলা হয়। কিন্ত এখন আর আগের মত শকুন দেখা যায় না। নির্মল পরিবেশ ও সুস্থ্য প্রকৃতির জন্য মহাবিপন্ন শকুন রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শকুনের প্রজনন স্থল, বিশ্রাম, বাসা ও বিচরণ এলাকার বড় গাছ সংরক্ষণ করতে হবে। শকুন সংরক্ষণ গুরত্ব সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ ও উদ্বুদ্ধ করতে পারলে শকুন সুরক্ষা পদক্ষেপ সার্থক হবে।
এম জালাল উদ্দীন