Print

Rupantor Protidin

ভূরুঙ্গামারীতে নদীতে গোসল করতে এসে লাশ হয়ে ফিরলো সিয়াম

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২৪ , ৬:১১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ

Sheikh Kiron

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলার দুধকুমার নদীতে গোসল করতে নেমে প্রাণ গেলো সিয়ামের।

আজ শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় পাটেশ্বরী সোনাহাট ব্রিজের পূর্বপাড়ের শিলের টোক নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত সিয়াম (১৪) উপজেলার দেওয়ানের খামার এলাকার ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো. হামিদুল ইসলামের ছেলে। সে ভূরুঙ্গামারী সরকারি পা্ইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, দুই বন্ধু মিলে গোসল করতে নামে দুধকুমার নদীতে। বল নিয়ে খেলতে গিয়ে দুজনেই পানিতে ভেসে যায়। তৎক্ষনাৎ স্থানীয় মাছ ধরতে থাকা কিছু লোকের সহযোগিতায় এক বন্ধু জাহিনকে জীবিত উদ্ধার করা হয়। স্থানিয় ডুবুরিদের প্রচেষ্টায় আনুমানিক সাড়ে ৩টায় সিয়ামকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।