Print

Rupantor Protidin

যশোরে বিএনপির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারারোপণ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২৪ , ১০:১৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বিএনপি।

আজ শুক্রবার (৬ সেপ্টম্বর) সকালে প্রথমদিনের মতো বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছেন দলটির নেতাকর্মীরা।

‘গড়বো মোরা সবুজ দেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে স্থানীয় লিডেন গ্রামার স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন, সাধারন সম্পাদক তসলিমুল বারী, বিএনপি নেতা আকবর হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান হেমে, সহ সভাপতি আবু সাঈদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, জেলা ক্রীড়া সংস্থার বক্সিং পরিষদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বিএনপি নেতা মশিয়ার রহমান মাসুম, মশিউল আযম সোনা, তুহিন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাহিদুল ইসলাম মিলন, মাসুম পারভেজ কাজল, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান মিজান, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল কবির সুমন, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন মুন্না, সহ সভাপতি ইয়ামিন হোসেন, আমিনুল ইসলাম বাবু, মেহেদী হাসান ইয়ামিন, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক আহ্বায়ক তরিকুল ইসলাম তৈয়েব, সদস্য সচিব সেলিম কবির, যুগ্ম আহ্বায়ক ইকবল হোসেন, মোহাম্মাদ আলী মনি, শ্রমিক নেতা ফজর আলী, নগর ছাএদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল আক্তার রুবেল, সানি হোসেন, আশিকুর রহমান প্রমুখ।