Print

Rupantor Protidin

মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় নারী ও শিশুসহ নিহত ৪

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২৪ , ৭:১০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৪, ৭:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা লেগে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), ৫ মাস বয়সী ছেলে সাইমান ও মাইক্রোবাসচালক আলাউদ্দিন হাজারী (২৭)।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন জানান, ভোর ৬টার দিকে ঢাকামুখী লেনে একটি বিকল পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এরপর একই দিক থেকে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।