Print

Rupantor Protidin

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ইবিতে ‘শহীদি মার্চ’ কর্মসূচি

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৪ , ৮:০০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

সরকার পতনের মাসপূর্তি উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘আজকের এই দিনে সাঈদ তোমার মনে পড়ে’, ‘আমার ভাইরের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দিবো না’সহ বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চব্বিশের আন্দোলনে যে সকল ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়ে সংগ্রামকে বাঁচিয়ে রেখেছিলেন তাদের ত্যাগের মূল্য কোনোভাবেই দেওয়া সম্ভব না। শহীদরা আমাদের দেখিয়েছেন যে, সত্যের পথে চলতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। তাদের এই আদর্শ ছাত্র-জনতাকে নতুন এক উদ্যম জুগিয়েছে। আমরা সকল সংগ্রামী আত্মার মাগরিফাত কামনা করি এবং শহীদদের আদর্শকে চিরস্মরণীয় রাখতে চাই।

তারা আরও বলেন, সময় এসেছে এখন সংস্কারের। আমাদেরকে বিভাজনের নীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।